
তন্ময়ের স্ত্রীর ভাষণ- সুদর্শন, বিনয়ী, তেজোদীপ্ত ও তারুণ্যের প্রতীক শেখ সারহান নাসের তন্ময় শেখ পারিবারের সর্ব কনিষ্ঠ সদস্য। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে আসা এ তরুণ বাগেরহাট-২ আসন থেকে একাদশ নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন।
তন্ময় লন্ডন থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরে ২০১৫ সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময়ের স্ত্রী একজন শিক্ষক।
স্বামীর সঙ্গে ইফরাহও নেমেছেন নির্বাচনী প্রচারণায়। তিনি বিভিন্ন স্থানে গিয়ে আওয়ামী লীগের জন্য ভোট চাচ্ছেন। স্বামী তন্ময়ের মত তিনিও নজড় কেড়েছেন সবার।
রাজনীতিতে শেখ পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হিসেবে এরই মধ্যে তন্ময় সবার নজর কেড়েছেন। বজ্রকণ্ঠের অধিকারী তন্ময় ‘সিনেমার নায়কের’ মতোই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তন্ময়ের সুদর্শন চেহারার কারণে অনেকেই তাকে সিনেমার নায়ক হিসেবে দেখারও আগ্রহ প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র ছেলে তন্ময়। তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন এবারও বাগেরহাট-১ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। আর মেজো চাচা শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন।
২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন, তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। এরপর বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শামীম ওসমানের জন্য ভোট চাইলেন বিএনপি নেতার ছেলে
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে গণসংযোগ করে ভোট চেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের ছেলে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল।
সোমবার সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাদরিলকে নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।
বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় একই আসনে বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল ফুল দিয়ে সালমা ওসমান লিপিকে স্বাগত জানিয়ে বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে মিছিল করে ভোট চান।
এর আগে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাড়িতে যান। এ সময় গিয়াস উদ্দিনের স্ত্রী ও কাউন্সিলর সাদরিলের সঙ্গে প্রায় ৫০ মিনিটের বৈঠক করেন। পরে এক রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠের আলোচনা সভায় বক্তব্য রাখেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।
সালমা ওসমান লিপি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে চাইলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন, তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।
তিনি বলেন, যদি ভালো কিছু ভবিষ্যতে পেতে চান, তাহলে বর্তমান সরকারকে আপনারা নির্বাচিত করে পুনরায় ক্ষমতায় আনবেন। আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্রের জন্য, আমাদের সন্তানদের জন্য কি করেছে তা এখন দৃশ্যমান। আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করা আপনাদের দায়িত্ব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগের নেত্রী রোকেয়া রহমান, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন প্রমুখ।
ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে বুলেট ট্রেন হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের জন্য ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করা হবে। এছাড়া, দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করা হবে।’
আবার ক্ষমতায় এলে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিদ্যমান আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান বন্দরগুলোর আধুনিকায়ন কাজও ত্বরান্বিত করা হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবার ক্ষমতায় এলে ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করা হবে।’
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
বিগত ১০ বছরে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় ২৪ হাজার কিলোমিটার মহাসড়ক মজবুত, সম্প্রসারণ, সংস্কার বা কার্পেটিং করেছে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, নবীনগর-চন্দ্রাসহ এ পর্যন্ত প্রায় ৪২০ কিলোমিটার জাতীয় মহাসড়ক চারলেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে।
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে। ৯১৪টি সেতু, ৩ হাজার ৯৭৭টি কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ করা হয়েছে।’
ইশতেহারে ঢাকা মহানগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্দেশ্যে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মেট্রোরেল বাস্তবায়ন করার কথা উল্লেখ করে বলা হয়েছে,
মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বর এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত অংশ পরের বছর ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে। তৃতীয় পর্যায়ে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত ৪.৭ কিলোমিটার অংশ চালু হবে ২০২২ সালে।’
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের কুতুবখালী পর্যন্ত ৪৭ কিলোমিটার দীর্ঘ চার-লেন বিশিষ্ট প্রথম ঢাকা এলিভেটড এক্সপ্রেসওয়ে তিনটি পর্বে নির্মিত হওয়ার কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে চন্দ্রা পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ আরেকটি এলিভেটেড এক্সপ্র্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।
এছাড়া, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে সাভারের হেমায়েতপুর হতে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।ে
ইশতেহারে আগামী ৫ বছরে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করার অঙ্গীকার করা হয়েছে।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক বাস সার্ভিস চালু করা কথাও বলা হয়েছে ইশতেহারে।
মহাসড়কের পাশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরপত্তার জন্য আন্ডারপাস/ওভারপাস র্নিমাণ করা এবং উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করার জন্য যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনুষ্ঠান উপস্থাপনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Array