admin
01st Jan 2019 6:31 pm | অনলাইন সংস্করণ
রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- মিম (১৬) ও পারভিন (২২)। তারা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থালেই মিম মারা যায়। আহত অবস্থায় পারভিনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।