নিজস্ব প্রতিবেদক ঃ- আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোঃ নোমান মিয়ার সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন আমাদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি।
লাঙ্গলের পক্ষে জনমত তৈরি করতে স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আগে থেকেই নিয়মিত গণসংযোগ এবং সোশ্যাল ওয়ার্কিং করে যাচ্ছেন মোঃ নোমান মিয়া।
সর্বসাধারণের কাছে দোয়া, মতবিনিময় এবং গণসংযোগের মাধ্যমে এরই মধ্যে ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন তিনি। কিছুদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এক সিদ্ধান্তক্রমে মোঃ নোমান মিয়াকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ করলে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার সর্বসাধারণ জনগণ পল্লিবন্ধুর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
মোঃ নোমান মিয়ার সাথে মুন্সীগঞ্জ-২ আসনে লাঙ্গলের পক্ষে কাজ করে যাচ্ছেন জাতীয় পার্টি, যুবসংহতি,ছাত্রসমাজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উন্নয়ন কাজ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে উক্ত আসনের জনগণের কাছে বেকারত্ব দূরীকরণ, মাদক, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলাই আমার লক্ষ্য।
হুসাইন মুহাম্মদ এরশাদ যদি যাচাই-বাচাই করে আমাকে মনোনয়ন প্রদান করেন,তাহলে অবশ্যই আমি মুন্সীগঞ্জ-২ আসনটি পল্লিবন্ধু জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদকে উপহার দিতে পারবো।
Array