
কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অন্যন্যা হুসেইন মৌসুমী জাপার মহাসচিবের সমালোচনা করে মামলাও খেলেন এদিকে সোনারগাঁ জাতীয়পার্টির সভানেত্রীর পদটিও হারালেন।
জানাগেছে, সোনারগাঁ জাতীয় পার্টির সভানেত্রী ছিলেন হুসেইন মুহাম্দ এরশাদের পালিত কন্যা অন্যন্যা হুসেইন মৌসুমী। সেই কমিটি বাতিল করে সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বাতিল করে ১০১ সদস্যের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি। বুধবার ২১ নভেম্বর জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের উক্ত আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
নব গঠিত কমিটিতে আলী হোসাইনকে আহবায়ক, আব্দুর রউফ চেয়ারম্যান, সুলতান খান, শামসুল ইসলাম চেয়ারম্যান, আবুল হাশেমকে যুগ্ম আহবায়ক ও শাহ মোহাম্মদ হানিফকে সদস্য সচিব করে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, অন্যন্যা হুসেইন মৌসুমী জাতীয়পার্টির মহাসচিবের বিরুদ্ধে ফেইজবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরে সোনারগাঁ জাতীয় ছাত্র সামজের সভাপতি তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
Array