admin
28th Oct 2019 1:23 pm | অনলাইন সংস্করণ

শহরের আমপট্রি এলাকায় বিয়ে ও পূজো মণ্ডপ সাজানো মালামাল সামগ্রীর গুদামে আগুন লেগে দোকান কর্মচারী সুমন দাসের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে নগরীর আমপট্রি আশুতোষ পালের গুদামে আগুন লাগে।
ময়মনমসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা করে তিনি বলেন, কর্মচারী সুমন পাল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
গুদাম মালিক আশুতোষ পাল জানান, কালিপূজা উপলক্ষে মণ্ডপ সাজানোর কাজ শেষে রাত সাড়ে ১২টার পর গুদাম বন্ধ করে বাসায় যান তিনি। আর গুদামে ভেতরে ঘুমাতে যান কর্মচারী সুমন। সকালে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সুমন আগুনে পুড়ে মারা গেছে।
Array