admin
05th Apr 2019 2:38 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার ৪শ ৬৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম কামাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সাইফুর রহমান ঝালকাঠির কাঁঠালিয়ার হিতালবুনিয়া আব্দুল হকের ছেলে।
মেজর আশরাফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, আটক সাইফুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি প্রতিনিয়ত কক্সবাজার হতে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলীসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহত করতেন। মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
Array