admin
04th Dec 2020 11:04 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইফতিখার খলিল ইফতি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামের আরেক শিক্ষার্থী।
শুক্রবার ( ০৪ ডিসেম্বর )সকাল ১০টার দিকে মানিকদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে ইফতিকে মৃত ঘোষণা করেন।
ইফতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউচাইল গ্রামে। বর্তমানে কদমতলী খালপার হক সোসাইটি সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ইফতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ও অনন্ত নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মৃত ইফতির বাবা ইব্রাহিম খলিল জানান, সকালের দিকে বাসা থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেল ইফতি চালাচ্ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত অনন্তের দুই পা ও হাতে আঘাত পেয়েছেন।