
গাইবান্ধা- শনিবার, ২৭ জুলাই, ২০১৯ :
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বন্যার্তদের পাশে থাকবেন জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী। জাতীয় পার্টির কর্মীদের যার যা আছে তা নিয়েই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি। তিনি বলেন, আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর আদর্শের রাজনীতি করি। পল্লীবন্ধু আজীবন দূর্গত মানুষের সেবা করে গেছেন, আমরাও পল্লীবন্ধুর মতোই মানুষের সেবা করবো। দুঃস্থ মানুষের পাশে থাকবো।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, নদী ভাঙ্গণের মত প্রাকৃতিক দূর্যোগের কাছে মানুষ অসহায় । তবে পর্যায়ক্রমে নদী ভাঙ্গনরোধে ব্যাবস্থা নেবে সরকার।
এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, মানুষের এমন কষ্টে আমরা বসে থাকতে পারিনা। দূর্গত প্রতিটি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে সরকারের প্রতি আহবানও জানান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি ।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ সরকার, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব) সোহেল মোহাম্মদ রানা এমপি, ভাইস চেয়ারম্যান, মোস্তাকুর রহমান মোস্তাক, আহসান আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম-মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, এস.এম ইয়াসির, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম শহীদ রঞ্জু, হুমায়ুুন খান, যুগ্ম-দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, সরোয়ার হোসেন শাহিন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবদুস সোবহান, কেন্দ্রীয় নেতা- মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসেন মিলন, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, মোঃ সোলায়মান সামি, মোঃ ফারুক শেঠ, মোঃ শাহিন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক মোঃ জামাল উদ্দিন, সদস্য সচিব ফয়সাল দিদার দিপু, ছাত্র নেতা- শাহ ইমরান রিপন, আমিনুল হক মোল্লা, অর্নব চৌধুরী, ইব্রাহিম আজাদ, সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Array