admin
04th Jan 2019 5:48 pm | অনলাইন সংস্করণ

একদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যখন ভোজনরসিকরা দীপিকার নামে দোসা খাচ্ছেন তখন শহরময় দীপিকা যেখানেই যাচ্ছেন সেখানেই শুনতে হচ্ছে বিয়ের গল্প। কবে কিভাবে প্রেম, কবে কমিট করলেন যে রণবীরকেই বিয়ে করবেন ইত্যাদি। তেমনই এক প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘রণবীরের দিনভর ডার্টি জোকস শুনবো বলেই ওকে বিয়ে করেছি। কারণ ওর সেন্স অব হিউমার দারুণ।’
আর এই কথা বলার পর আর কে পায়। অবশেষে দীপিকার বলা এই কথা নিয়েই ট্রল হতে শুরু করেছেন দীপ-বীর জুটি। আর এদিকে নতুন খবর হলো বিয়ের পর সাধারণত নায়কদের ক্যারিয়ারে ভাটা পড়ে। কিন্তু রণবীরের হলো উল্টো।
মুক্তি পেয়েছে রণবীর সিং-এর নতুন ছবি ‘সিম্বা’। রহিত শেঠির নাচ-গানে ভরপুর এই ছবিটি নিয়ে অনেক বক্স অফিস বিশেষজ্ঞরা যখন গবেষণা করে ওলট-পালট করে ফেলেছেন। অনেকে বাজিও লেগেছিলেন যে, বিয়ের পর এই ছবিটি চলবে না। কিন্তু ফলাফল ছবিটি বক্স অফিস হিট!
Array