admin
29th May 2021 9:35 pm | অনলাইন সংস্করণ

সংস্কার কাজের জন্য রাজধানীর আদাবর-শেখেরটেকসহ কিছু এলাকায় রোববার এবং সোমবার পরপর দুই দিন গ্যাস সরবরাহ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ট্রায়াল গ্যাস শাটডাউন কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।
Array