
নিজস্ব সংবাদদাতা:- রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ওয়াসা রেলগেইটে ১৮-১১-১৮ ইং রবিবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার মোঃ চঞ্চল(২০) দিবালোকে প্রকাশ্যে সন্ত্রাসী শান্ত ও তার গংদের সশস্ত্র হামলার স্বীকার হয়েছেন।
হামলায় মাথায় গুরুতর জখম এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা গ্রহন করেন আহত চঞ্চল। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা শান্ত এবং তা বাহিনীর হাতে অস্ত্রসস্ত্রের ভয়ে কেউ কোন কথা বলেনি বলে জানা গেছে। এই হামলার কারণ সম্পর্কে আহত চঞ্চল স্পষ্ট কোন কারণ বলতে পারেনি। তবে স্থানীয় সুত্রে জানা যায় শান্ত এবং তার বাহিনীর প্রায় ১০-১৫ জন বেশকিছু দিন যাবৎ এলাকাজুড়ে ত্রাস করে বেড়াচ্ছে। কেউ তাদের ভয়ে মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। শান্ত বাহিনীর উগ্রতা এবং সন্ত্রাসিক কর্মকান্ডের কারনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় জনগণ নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ উঠে এসেছে।
Array