admin
31st May 2019 8:29 pm | অনলাইন সংস্করণ

ঈদযাত্রার প্রথম দিনেই চরম শিডিউল বিপর্যয়ে পড়েছেন রেলের যাত্রীরা। প্রায় সব ট্রেন ২ থেকে ৫ ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়েছে। সেজন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ট্রেনের শিডিউল বিপর্যয় চরম ভোগান্তিতে পড়ে ঘরমুখো মানুষ। প্রথম টিকিট নিয়ে সীমাহীন বিশৃঙ্খলা। এরপর শিডিউলের এমন বিপর্যয়। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, আজকে যেটা দেরি সেই দেরিটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। রংপুর এক্সপ্রেসে যাচ্ছেন, তাদের কাছে রেলমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, সফলতা ব্যর্থতা জনগণ বিচার করবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় রেল ভালো সেবা দিচ্ছে।
Array