খেলাধুলা ডেস্ক : ২৩০ রানের বড় লিড নিয়ে লাঞ্চে গিয়েছিল জিম্বাবুয়ে। লাঞ্চ থেকে ফিরেই তাইজুল ইসলামের স্পিন ফাঁদে পা দিলেন পরপর তিন ব্যাটসম্যান। প্রথমে শন উইলিয়ামস পরে একই পথ ধরলেন সিকান্দার রাজা এবং পিটার মুর। তৃতীয় দিনে এখন পর্যন্ত চার উইকেট নিয়েছেন তাইজুল।
ওপেনার মাসাকাদজাকে ফেরালেন মেহেদী মিরাজ। ছয় উইকেট হারিয়ে এখনো ২৭৩ রানের লিড নিয়ে এগিয়ে আছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। ৩ ররানে ব্যাট করছেন মাসাকাদজা। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন চাকাভা।
এরআগে জিম্বাবুয়ের ইনিংসে প্রথম আঘাত আনলেন মেহেদী হাসান মিরাজ। ব্রায়ান চারিকে বোল্ড করে জুটি ভাঙেন এই অফ স্পিনার।
মিরাজের পর দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ১৮তম ওভারের তিন নম্বর বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে টেইলরকে ফেরান তিনি। ফেরার আগে ২৪ বলে ২৫ রান করেছেন এই টপ অর্ডার।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে প্রথম ইনিংস মাত্র ১৪৩ রানে গুটিয়ে গেছে টাইগারারা। ফলোঅন এড়াতে পারলেও হার এড়াতে অসম্ভব কিছু করতে হবে স্বাগতিকদের। ১৪০ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল তারা। কিন্তু রবিবার সকালে বাকি পাঁচ উইকেট নিয়ে মাত্র ৪৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে।
Array