admin
08th Apr 2021 10:39 pm | অনলাইন সংস্করণ
শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের খোলা রাখতে হবে এসব দোকানপাট ও শপিংমল।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে কভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
প্রসঙ্গত, গত রোববার থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত সারাদেশের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে আসছেন।
Array