
সৌদি টিকিটের আশায় রোববার ব্যাপক বিক্ষোভ-ভাঙচুরের পর গতকাল টিকিট সংগ্রহ কার্যক্রমে অনেকটা শৃঙ্খলা ফিরেছে। যাত্রীদের কিছু অভিযোগ থাকলেও মঙ্গলবার শান্তিপূর্ণভাবে টিকিটের টোকেন বিতরণ করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকারের দেওয়া হচ্ছে টোকেন। তবে ফের যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা।
প্রবাসীরা জানিয়েছেন, প্রবাসীদের কফিল আকামার মেয়াদ বাড়ালেও সৌদি যেতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। এতে হাজার হাজার প্রবাসীদের ভিড়ে কতজন প্রবাসীদের টিকিট কবে মিলবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার প্রবাসীদের মধ্যে সৌদি যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকেই কারওয়ান বাজারে সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের জন্য ভিড় করেন প্রবাসীরা। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে দেখা যায়। যদিও আগের মতো সরাসরি টোকেন বিতরণ করছে না সৌদি এয়ারলাইন্স। যারা টোকেনের জন্য আসছেন তাদের দেওয়া হচ্ছে ফরম। সেই ফরমে নাম, ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখে জমা দিলে মোবাইল মেসেজে জানিয়ে দেওয়া হবে টিকিট নেওয়ার দিনক্ষণ। মঙ্গলবার যাদের ৮শ থেকে ১১শ সিরিয়ালের টোকেন রযেছে তাদের টিকিট দেওয়া হয়। সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট থাকাসাপেক্ষে যাত্রীদের সুবিধামতো টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া নাম, ভিসার
মেয়াদ ও টেলিফোন নম্বর দিয়ে সৌদি প্রবাসীরা নিবন্ধন করেছেন। মোবাইলে খুদে বার্তার মাধ্যমে তাদের টিকিট সংগ্রহের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।
গতকাল সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সৌদি গমনেচ্ছুক সৌদি প্রবাসীরা। আবার কেউ বৃষ্টির মধ্যেও ফরম পূরণ করছেন, পাশেই কেউ তার মাথায় ছাতা ধরেন। আল আমিন নামে এক প্রবাসী বলেন, টেনশনে আছি টিকিট নিয়ে। ফরম পূরণ করে জমা দিয়েছি। কবে ডাকবে কে জানে! এখানে বৃষ্টিতে ভিজে অপেক্ষায় থাকলেও মনে একটা শান্তি পাওয়া যায়। কিন্তু এখান থেকে চলে গেলে মনের মাঝে অশান্তি কাজ করে। তাই প্রতিদিন ভোর হলেই এখানে চলে আসি। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা ফরম পূরণ করে দেবেন তাদের তথ্য বাছাই করে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।
জানা গেছে, যাদের ভিসার মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে এমন লোকজনকে টিকিট দেওয়া হয় মঙ্গলবার। পূর্বের টোকেনধারী ৩শ জন ছাড়াও যাদের ভিসার মেয়াদ কম তাদের টিকিট দেওয়া হচ্ছে।
Array