• ঢাকা, বাংলাদেশ

সংলাপ নিয়ে কাদেরের বক্তব্য ‘পাল্টাল’ 

 admin 
14th Jan 2019 10:26 pm  |  অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে আবার সংলাপে ডাকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তাতে কিছু ‘সংশোধনী’ এনেছেন তিনি।  এখন বলছেন, সংলাপের কোনো বিষয় ‘এখন নেই’। ‘কেবল শুভেচ্ছা বিনিময়ের জন্য’ দলগুলোকে ডাকা হবে।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি এবং ঐক্যফ্রন্ট নতুন করে সংলাপের দাবি জানাচ্ছে। এর মধ্যে রবিবার ওবায়দুল কাদের বলেন, ‘যেসব দল ও জোটের সাথে সংলাপ হয়েছিল, তাদেরকে আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন তিনি (প্রধানমন্ত্রী)।’

ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন বক্তব্য অনেকটা চমক হিসেবেই দেখা গিয়েছিল। ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন একে স্বাগতও জানিয়েছেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী নিয়ে কথা হবে, সেটা দেখে তারা সাড়া দেবেন।

জাতীয় নির্বাচনের তফসিলের আগেও এক দফা সংলাপ হয়েছে ড. কামাল হোসেনের চিঠির পর। তবে সে সংলাপ সফল হয়নি বলে মনে করেন বিএনপি নেতারা।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় নেই।’

সংলাপ নিয়ে আগের অবস্থানে ফিরে গিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘যে নির্বাচন নিয়ে সারা বিশ্বের কোথাও কোনো সংশয় নেই, গণতান্ত্রিক বিশ্ব থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, কোনো বিতর্ক কোনো প্রশ্ন না করেই। সেখানে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয়।’

তাহলে গণভবনে দলগুলোকে ডাকা হবে কেন- তার ব্যাখ্যা দিয়ে কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি দিয়ে আবারো তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। আর সেটা শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপ নয়।’

আগের দিক যা বলেছিলেন কাদের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েই দলীয় এক বৈঠক শেষে ওবায়দুল কাদের রবিবার বিএনপিকে আবার সংলাপে ডাকার সিদ্ধান্তের কথা জানান। বলেন, নির্বাচনের আগে যেসব দল এবং জোটের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের সঙ্গে আবার বসবেন আওয়ামী লীগ প্রধান।

সেদিন কাদের জানান, শনিবার দলের ওয়ার্কিং কমিটিরও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে শেখ হাসিনা বলেন, যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদেরকে আমন্ত্রণ করবেন, আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

‘সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি। বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।’

কারা আসবে এই সংলাপে- জানতে চাইলে জবাব আসে, ‘সকল রাজনৈতিক দল গণভবনে আমন্ত্রিত। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, ১৪ দল আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য যেসব দল আছে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যাদের সঙ্গে সংলাপ করেছিলেন তাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে।’

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১