
পবিত্র রমজান হচ্ছে আরবি মাসসমূহের নবম মাস। আর রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফারসি। এর আরবি পরিভাষা হচ্ছে সওম, বহুবচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সওম হলো আল্লাহর সন্তুটি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার থেকে বিরত থাকা।
চলতি বছরে সবচেয়ে বেশি সময় ধরে প্রতিটি রোজা রাখবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা। এ বছর তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে ১৩ এপ্রিল। সেদিনই গ্রিণল্যান্ডের মুসলিমদের প্রথম রোজা।
সবচেয়ে সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। তাদেরকে ১১ ঘণ্টা ২০ মিনিট রোজা রাখতে হবে। এছাড়া চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার মুসলিমরা ১১ ঘণ্টা ৫২ মিনিট রোজা রাখবেন।
সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখতে হবে আরও কয়েকটি দেশের মুসলিমদের। এর মধ্যে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬ মিনিট) রোজা রাখবেন।
Array