
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আইসিসি। ফলে আগামী এক বছর সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে তাকে। কিন্তু ক্রিকেটবোদ্ধা, ভক্ত-সমর্থকদের মতে, লঘু পাপে গুরু দণ্ড দেয়া হয়েছে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে শাস্তি দেয়ার পরই ক্ষোভ প্রকাশ করেছে সবাই।
তবে একসময়কার সেরা তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সমবেদনা জানিয়েছেন সাকিবকে। যদিও শাস্তির বিষয়ে আশরাফুলের কিছু বলার সুযোগ নেই। তিনি ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন। তাই আশরাফুল ভালোভাবেই জানেন সাকিবের মনের ভেতর কী ঝড় বইছে, মানসিক অবস্থাই বা কেমন। গতকাল জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আশরাফুল।
গত দুদিন ধরে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট বিশ্বে। তাই সাক্ষাৎকারে সমবেদনা জানিয়ে আশরাফুল বলেন, সাকিব এখন কিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি মনে করি এখন এ বিষয়ে সাকিবকে জড়িয়ে খুব বেশি খবর প্রকাশিত না হওয়াই ভালো।
Array