
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়ার কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, একজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন।
তারা হলেন-উখিয়া কুতুপালং ও জামতলি ক্যাম্প এলাকার ইয়াসমিন, দিলরুবা, আমিনা খাতুন, রশিদা, হামিদা, নূর মোহাম্মদ, মোহাম্মদ হোসেন, পেটান, ইমতিয়াজ ও শিশু নুর কায়দা।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু লোক অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে আমার নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Array