
ঢাকা- মঙ্গলবার, ০৪ আগষ্ট ২০২০: জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক শোকবার্তায় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-০৯ ( লাকসাম- মনোহরগন্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন- সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীর এর মৃত্যুতে জাতীয় পার্টির কুমিল্লার রাজনীতিতে এক অপূরনীয় ক্ষতি হলো। তিনি অত্যন্ত সৎ সজ্জন ও সদালাপী মানুষ ছিলেন। তাঁর নিজের কর্মজীবনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অবদানের জন্য তিনি জাতীয় পার্টির নেতাকর্মী ও এলাকাবাসীর হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।
অনুরুপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য জনাব এ টি এম আলমগীর গতকাল রাত ৯ টায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। আজ সকাল ১০ টায় মরহুমের নিজ এলাকা কুমিল্লার ঝলমে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Array