• ঢাকা, বাংলাদেশ

সুন্দরগঞ্জ পৌর ভোটযুদ্ধে এগিয়ে জাতীয় পার্টি। 

 admin 
11th Jan 2021 8:04 pm  |  অনলাইন সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে পুরোদমে জমে উঠেছে নির্বাচনি মাঠ। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পক্ষে আলাপ-আলোচনা ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকা। পৌরসভা নির্বাচনের ঢেউ লেগেছে এ পৌরসভার পাশ্ববর্তী ইউনিয়নগুলোতেও। সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. আব্দুলল্লা আল মামুন (নৌকা), বিএনপির আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন), স্বতন্ত্র মো. খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র মো. আল শাহাদৎ হোসেন জিকো (জগ), এনডিপির মো. গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। ভোটারদের মাঝে কথা বলে জানা যায় মেয়র পদে পৌরবাসী সৎ এবং যোগ্য ব্যাক্তিকে চাচ্ছেন।যিনি পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে তৈরি করতে পারবে।অতীতে যারা মেয়র নির্বাচীত হয়েছিলেন তারা অনেকটাই পৌরবাসীর আশার প্রতিফলন ঘটাতে পারিনি। এইদিকে হতে সকলের পছন্দের তালিকায় ভোটের মাঠে সবার থেকে এগিয়ে আছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরকার ডাবলু। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সকলের মধ্যে ইতিমধ্যে মনজয় করেছে আব্দুর রশিদ সরকার ডাবলু। তার এগিয়ে যাওয়ার পিছনে অনেকেই বলছেন স্থানীয় সাংসদ সদস্যের উন্নয়ন কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত দুই বছরে মাননীয় সংসদ সদস্যের পৌর পার্ক, পৌর স্টেডিয়াম, আকর্ষনীয় স্টেজ নির্মান সহ গুরুত্বপূর্ণ কাজ সকলের দৃষ্টিআকর্ষন করেছে। তাই সাধারণত মানুষের ধারনা মেয়র জাতীয় পার্টি হতে নির্বাচিত হলে এই উন্নয়নের ধারা আরও বেগমান হবে। অন্যদিকে দুইবারের মেয়র আওয়ালীগ প্রার্থী আব্দুলল্লা আল মামুন এবং আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী খয়বর হোসেন মওলা শেষ সময়ে এসে জোড় প্রচারনা করতেছে ভোটারদের মনজয় করার জন্য। অনেকেই আবার ভাবছেন শেষপর্যন্ত লড়াই ত্রিমুখী হবে। কারন ভোটের মাঠে যে ভাসমান ভোট আছে শেষ পযন্ত তারা যাকে ভোট দেবে সেই মেয়র হবে বলে অনেকের ধারন।স্থানীয় প্রশাসন এর সাথে কথা বলে জানা যায় ভোট ১০০% ফ্রী-ফেয়ার হবে এবং সেভাবেই তাঁরা সকল ধরনের প্রস্তুতি সু-সম্পূর্ন করেছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১