
প্রায় এক মাসের মাথায় সুশান্ত কাণ্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। বুধবার (৭ অক্টোবর) রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট। রিয়ার আবেদনের প্রেক্ষিতেই তাঁকে জামিন দেওয়া হয়।
টানা প্রায় তিনদিনের জেরার পর গত ৯ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদককাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করেছিল দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার কিছুদিন পর জামিনের আবেদন জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে। সেখানে গত ২৯ সেপ্টেম্বর অভিনেত্রীর জামিনের আবেদন রিজার্ভ রাখে হাই কোর্ট। সেই সংরক্ষিত রায় বুধবার ঘোষণা করা হল। তবে রিয়া জামিন পেলেও জামিন পাননি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী।
রিয়ার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর মুক্তির জন্য সরব হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর, পরিচালক অনুভব সিনহার মতো তারকারাও। তাঁদের সেই ইচ্ছে কিছুটা হলেও পূরণ হল বুধবার।