
স্ত্রী সালমা হোসেনকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী ও জাপা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। শনিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫৪ নং ওয়ার্ডের শাহাদাত হোসেন সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতাদের উদ্যোগে গণসংযোগ করেন বাবলা। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাপা নেতা ইব্রাহীম মোল্লাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুরাদপুরে স্থানীয় শ্রমিক লীগ ও শ্রমিক পার্টি আয়োজিত প্রচারণা মিছিল শেষ করে এক পথসভায় বক্তব্য রাখেন বাবলা। বিকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রচারণা মিছিলে অংশ নেন তিনি। একই সময়ে বাবলার স্ত্রী সালমা ইসলাম মহিলা লীগ ও মহিলা পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৪৭ নং ওয়ার্ডের রিভারভিউ, ফরিদাবদ, গোসাইবাড়ী এলাকায় গণসংযোগ করেন। এসময় নারী নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী সালমা হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া ৫৪, ৫১ এবং ৫৮ নং ওয়ার্ডে ভিন্ন ভিন্নভাবে প্রচার মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ, জাপা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ। বিকালে জাতীয় ছাত্রসমাজ দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে লাঙ্গলের পক্ষে প্রচার মিছিল করে। মিছিলটি ধোলাইপাড় থেকে শুরু হয়ে জুরাইন, পোস্তাগোলা হয়ে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়। এছাড়া ছাত্রলীগ ও যুবলীগ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-৪ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে বাবলার পক্ষে প্রচার মিছিল করবেন।
বিভিন্ন পথসভায় বাবলা তার বক্তব্যে বলেন, ‘বিজয়ের এ মাসে জামায়াতের জন্য ভোট চাওয়া দুঃখজনক। যে জামায়াত আমাদের এ বিজয় ঠেকাতে চেয়েছিল, যে জামায়াত আজও আমাদের স্বাধীন বাংলাকে মন থেকে মেনে নিতে পারছে না, সে জামায়াতের পক্ষে আজ তথাকথিত ঐক্যফ্রন্ট ভোট চাচ্ছে।’