admin
16th Apr 2021 10:24 pm | অনলাইন সংস্করণ

হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ গ্রেপ্তার হয়েছেন। তিনি হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মুফতি আমিনীর বড় জামাতা হিসেবে পরিচিতি। ডিবির মতিঝিল জোনের কর্মকর্তারা শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করে। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুবায়ের আহমেদের বিরুদ্ধে মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে নাশকতা এবং সম্প্রতি অরাজকতায় ইন্ধন এবং জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাতজন নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
Array