
দশ মাসেরও বেশি সময় ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাংলাদেশ টাইগারদের জয়। আজ ২০ জানুয়ারী, বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে বাংলাদেশ টাইগারদের জয়।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। খেলেতে পেরেছে কেবল ৩২.২ ওভার।
অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই শুরু করা তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে ভালো শুরু করেছিলেন লিটন দাস, কিন্তু মাঝে কয়েক ওভারে রান আটকে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে লিটন দাসের উইকেট। ৪৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার ১০ রান পরই আউট হয়ে গেছেন তিনে নামা নাজমুল হোসেনও। আর দারুণ ধৈর্য দেখিয়ে খেলতে খেলতেও ফিফটি পাওয়ার আগেই আউট হয়ে গেছেন তামিম ইকবাল। তামিম আউট হয়েছেন ৪৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২/১০ (কাইল মায়ার্স ৪০, রোভমন পাওয়েল ২৮; সাকিব ৪/৮, হাসান মাহমুদ ৩/২৮, মোস্তাফিজ ২/২০)।
বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (তামিম ৪৪, মুশফিক ১৯*, সাকিব ১৯, লিটন ১৪, মাহমুদউল্লাহ ৯*)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।
তিন ম্যাচের সিরিজে ১-তে এগিয়ে বাংলাদেশ।
Array