
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রকাশ করল থরখ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওর্থের একটি ছবি। সেই ছবিতে দেখা গেল সরু গলিতে ঘেমে-নেয়ে একাকার ক্রিস হেঁটে যাচ্ছেন। তাঁর পাশ দিয়ে রিকশা যাচ্ছে, হেঁটে যাচ্ছেন সালোয়ার-কামিজ পরা তরুণীরা। এত দিন সিনেমাপ্রেমীরা জানতেন ঢাকা নামের একটি ছবিতে অভিনয় করছেন ক্রিস। কিন্তু এই স্থিরচিত্র প্রকাশের মধ্য দিয়ে নেটফ্লিক্স জানিয়ে দিল, ছবির নাম আর ঢাকা নেই, এটি এখন এক্সট্র্যাকশন।
গত মঙ্গলবার নেটফ্লিক্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশ করে এক্সট্র্যাকশন-এর দুটো স্থিরচিত্র। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ক্রিস হেমসওর্থকে দেখা যাবে একজন নির্ভীক কালোবাজারি ভাড়াটে আততায়ীর চরিত্রে, যে তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে নেমেছে।’
সেই সঙ্গে নেটফ্লিক্স জানায়, ২৪ এপ্রিল থেকে চলচ্চিত্রটি দেখা যাবে নেটফ্লিক্সে। এক্সট্র্যাকশন-এর গল্প ঢাকা শহরে ঘটা একটি অপহরণ নিয়ে। এক প্রভাবশালী আন্তর্জাতিক মাফিয়া সম্রাটের ছেলে অপহৃত হয়। সেই ছেলেকে উদ্ধার করার জন্য ভাড়া করা হয় ক্রিসকে। সিনেমায় দেখা যাবে, উদ্ধারকাজের জন্যই ক্রিসকে ঢাকায় ঘুরে বেড়াতে। তবে সিনেমায় দেখানো ‘ঢাকা’ আদতে ছিল ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্টুডিওতে তৈরি কৃত্রিম ঢাকা ও সেখানকার কিছু এলাকা। ওই দুই দেশে ঢাকার আবহে সেট বানিয়ে ছবিটির শুটিং করা হয়েছে।
এই ছবির পরিচালক স্যাম হারগ্রেভ। তাঁর পরিচালিত প্রথম সিনেমা এটি। এর আগে স্যাম অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবিতে ক্রিসের স্টান্ট-ডাবল হিসেবে কাজ করেছেন।