রাজধানীর ধানমন্ডি-৬ এর ১২তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন দুজন। আগুন লাগার পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ১০টা ১০মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আহত ২ জন নারী ও ১ জন পুরুষকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ আনার পর তিনজনের এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অগ্নিদগ্ধ অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।