admin
30th Nov 2019 1:06 pm | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহানগরীর দুই শাখার উদ্বোধন ঘোষণা করেন তিনি।বেলা এগারটার দিকে সম্মেলনস্থলে পৌঁছেন প্রধানমন্ত্রী।
সম্মেলনকে কেন্দ্র করে শনিবার ভোর থেকে নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের সংখ্যা। নেতাকর্মীদের ভিড়ে সকাল নয়টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট এলাকা, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর পরিণত হয় জনসমুদ্রে।
Array