admin
25th Dec 2019 4:29 pm | অনলাইন সংস্করণ

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় মুক্তি পাচ্ছে স্পর্শিয়া ও তারিক আনাম খান অভিনীত ‘আবার বসন্ত’ ছবিটি। ছবিটির পরিচালক অনন্য মামুন এই তথ্য জানিয়েছেন।
তবে মুক্তির নির্দিষ্ট তারিখ ও হল তালিকা এখনও জানাতে পারেননি তিনি। হল তালিকা মুক্তির আগেই জানাতে পারবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
সাফটা চুক্তির মাধ্যমে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আবার বসন্ত’। বিনিময়ে বাংলাদেশে আসছে কলকাতার ছবি ‘রবিবার’। নতুন বছরের জানুয়ারির শুরুতে ‘রবিবার’ মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, বাংলাদেশে ‘রবিবার’ মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে কিছু জটিলতা ছিল। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে ‘রবিবার’ সেন্সরে জমা পড়তে পারে এবং ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রবিবার’।
Array