
বাম গণতান্ত্রিক জোটের মিছিলে দুই দফা বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।সোমবার বেলা ১টার দিকে হাইকোর্টের কাছে কদম ফোয়ারা ও মৎস্য ভবনের মোড়ে দুই দফায় এ ঘটনা ঘটে।
একাদশ জাতীয় সংসদের বর্ষপূর্তিতে আটটি বাম দলের এই জোট আজ ‘গণতন্ত্রের কালো দিবস’ পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে তারা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন। হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে পুলিশের প্রথম বাধার মুখে পড়ে মিছিলটি। ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে। ওই সময় পুলিশ জোটের মিছিলে লাঠিপেটা করে।
পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে এগোলে দুপুর ১টার দিকে মৎস্য ভবনের সামনে দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ কমপক্ষে ৩৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজন নারী নেতাকর্মীও রয়েছেন।
গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে এই জোট। কর্মসূচির মধ্যে ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।
এই জোটে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।
Array