
ঢাকা, রবিবার, ৩ মে ২০২০ইং: আজ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রাবাড়ী এলাকায় দুইটি মন্দিরে ৪৮নং ও ৫০নং ওয়ার্ডে। গরীব-অসাহয় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে সবজি বিতরণ করে। সবজির মধ্যে ছিল করোল্লা, পুঁইশাক, টমেটো, মিষ্টি কুমড়া, ডেরশ, পাতাকপি বিতরণ করা হয়। শ্রী শ্রী রোকখা কালী বিগ্রোহো মন্দির- দায়াগঞ্জ, উত্তর যাত্রাবাড়ী ও শ্রী শ্রী রোখা কালী মন্দির, জেলেপাড়া, দক্ষিণ যাত্রাবাড়ী ।
মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল বাংলা ভয়েস নিউজকে বলেন করোনা পরিস্তিতি মোকাবেলায় সরকার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে । সারকারের পাশাপাশি বিরোধ দলীয় উপনেতা, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের পার্টির প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারা বাহিকতায় চেয়ারম্যানের নির্দেশে নিজ উদ্যোগে লকডাউনের থাকা গরীব-অসহায় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে সবজি বিতরণ করে যাচ্ছি। আমার ক্ষুদ্র তহবিল থেকে লকডাউন থাকা মানুষের পাশে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল দেশের সকল দলের ছাত্র নেতৃবৃন্দ কে দেশের এই ক্লান্তিলগ্নে গরীব-অসাহয় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
এই সময় উপস্থিতি ছিলেন জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি শাহারিয়া রাসেল এলাকার মুরুব্বি শফিকুল ইসলাম খাঁন সেন্টু, মন্দির কমিটির সভাপতি-শিরী কৃষ্ণ রাজবংশী, সেক্রেটারি-চন্দ্র বসি রায় প্রমূখ।
Array