
সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ মে তারিখেই দোকান খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। আজ সোমবার তিনি এ কথা জানান। এর আগে এক ভিডিও বার্তায় আগামীকাল মঙ্গলবার থেকেই দোকান খোলার ঘোষণা দিয়েছিল সমিতি।
সরকারি আদেশ পরিবর্তনের পর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা সরকারের কথার বাইরে যাব না, ১০ তারিখেই দোকান খুলবো। যেহেতু সরকারি আদেশ তাই আমাদের কিছু করার নেই।’
মো. হেলাল উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘একদিনে দুই আদেশ, এটা কেমন করে হয়। আবার সকাল ১০টা থেকে ৪টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এটা কি করে হয়! কারণ এই সময়ে এই লকডাউনের মধ্য গণপরিবহনও বন্ধ কেউ আসবে না কেনাকাটা করতে।’
এর আগে ভিডিওবার্তায় দোকান মালিক সমিতির সভাপতি দোকানপাট খোলা রাখার জন্য কিছু শর্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্রয়-বিক্রয়ে পারস্পরিক দূরত্ব বজার রাখতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। শপিংমলে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনসমূহকে জীবণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।’
সেইসঙ্গে যেসব মার্কেটে অথবা দোকানে এই ব্যবস্থাগুলো থাকবে না সেসব মার্কেট ও দোকান পরিহার করার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, ‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মানার জন্য দোকানে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে দাগ টানা, ঘর আঁকা, স্যানিটাইজারের ব্যবস্থাসহ সব কাজ করবেন। এসব কাজ শেষ হলেই সীমিত আকারে বিক্রি শুরু করতে পারবেন।
এর আগে, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত পরিসরে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয় সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন আরেক আদেশে ৭ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার কথা বলা হয়েছিল।
Array