
ফেনী প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্র সমাজের আয়োজনে দোয়া মাহফিল,আলোচনা সভা ও মাস্ক বিতরণ ( ২১জুলাই) মঙ্গলবার ফেনী ফুড গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত আহবায়ক মোহাম্মদ হানিফ ডালিমের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল প্রধাণ অতিথি ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম।
ফেনী জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত সদস্য সচিব জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আহবায়ক সাহ আলম ভূঁঞা,পৌর আহবায়ক সেলিম উদ্দিন,পরশুরাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ইউসুফ, ছাগলনাইয়া উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর করির ভূঁঞা ও সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক ভূঁঞা, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধরণ সম্পাদক মজিবুর রহমান মানিক,ফেনী পৌর জাতীয় পার্টির সভাপতি হুমাইন কবির ভূঁঞা,সদস্য সচিব সেলিম উদ্দিন, ফেনী জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোহাম্মদ নুর নুবী খোন্দকার,ফেনী জেলা মহিলা পার্টির সভাপতি শিরিন আক্তার ও সাংগঠনিক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,সদর উপজেলা জাতীয় পার্টির নেতা ফয়জুল আফসার বাদল,কৃষক পার্টির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এতে ছাত্র সমাজের ফেনী জেলা ও বিভিন্ন উপজেলার অসংখ্য নেতা কর্মী অংশগ্রহন করেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন ফেনী রেসিডেন্সী স্কুল মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ আল মামুন।
Array