
বিশ্বে একদিনে করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ মানুষ। এতে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ছাড়িয়ে গেছে। করোনা কেড়ে নিয়েছে ৮ লাখ ৮০ হাজারের বেশি প্রাণ।
এর আগে ৩১ জুলাই সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার রোগী শনাক্ত হয়েছিল। সংক্রমণের নতুন রেকর্ডে ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে এসেছে ভারত।
বাংলাদেশ সময় শনিবার রাত ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৫১৩ জন। মারা গেছেন ৮ লাখ ৮০ হাজার ৯৬৪ জন। অবস্থা আশঙ্কাজনক ৬০ হাজার ৯১৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লাখ ২০ হাজার ৩৮৬ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ১৮১, মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৯৪ জনের।
বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৮৫৩ জন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬৪ লাখ ১২১ জন, মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩০৫ জন।
সংক্রমণের নতুন রেকর্ডে ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৭ হাজার ১১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৪০ লাখ ৯২ হাজার ৫৫০ জন, মারা গেছেন ৭০ হাজার ৫১৯ জন।
Array