admin
11th Nov 2020 3:50 pm | অনলাইন সংস্করণ

১৩.৭ ! ফিটনেস টেস্টে সাকিব সর্বোচ্চ স্কোর পেয়েছেন। ১১ নভেম্বর, বুধবার সকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছেন এই অলরাউন্ডার।
মাঠে ফেরার সব পথই তৈরি হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের জন্য। ফিটনেস টেস্টে ১৩.৭ পেয়ে সবাইকে ছাপিয়ে সাকিব সেরা হয়েছেন।
সাকিব আল হাসান গত বছর ধরে সব ধরণের ক্রিকেট থেকে দূরে থাকলেও তার ফিটনেস একটুখানিও বাধাগ্রস্ত হয়নি। তাই তো দুর্দান্ত স্কোর পেয়েছেন ফিটনেস টেস্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে এতে অংশ নেওয়া সমস্ত ক্রিকেটারের মধ্যে এটি বীপ টেস্টের সর্বোচ্চ স্কোর ছিল।
এরইমধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন।আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় আছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।
Array