দেশে ৭ বছরের মধ্যে আজ (রোববার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো।
এছাড়া আজ দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া এদিন ঢাকার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল রাজধানীতে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।
আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সেখানকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের তথ্যমতে, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে থাকে তবে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
Array