আবাহওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একইসাথে অতিভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
বুধবার চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য উঠে এসেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সভায় জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ২ টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর-মধ্য অঞ্চলে ২/৩ দিন মাঝারি অথবা তীব্র বজ্রঝড় ও দেশের অন্যান্য জায়গায় ৩/৪ দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।
এছাড়া এ মাসে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) দাবদাহ বয়ে যেতে পারে।
Array