admin
14th Sep 2022 10:01 pm | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন হকাররা। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিক্ষোভ করে তারা। এ সময়ে তারা অভিযোগ করে বলেন, বারবার পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি সিটি করপোরেশন।
কয়েকজন জানান, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। মামলা ও গ্রেফতার করে আমাদের উচ্ছেদ করা যাবে না।
হকারদের দাবির সঙ্গে সুর মেলান ফুটপাতের দোকানগুলোয় আসা ক্রেতারা বলেন, তাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থার করে উচ্ছেদ করতে হবে। তা না হলে কোথায় যাবে।
এদিকে চকবাজারের বড় কাটরা পরিদর্শন শেষে পুনর্বাসনসহ স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তাদের ঢাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে না। সুতরাং তারা বসার সুযোগ পাচ্ছে। তাদের জন্য জমি চিহ্নিত করে অবকাঠামো নির্মাণ করে দেওয়া হবে।
হকারদের জন্য একটি নীতিমালা প্রণয়নের দরকার বলে নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ বলেন, হকারদের পুনর্বাসন না করে কোনোভাবেই পরিকল্পিত নগরী গড়া সম্ভব নয়।
হকারদের ওপর পুলিশি হামলা ও তাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু বকর রিপন। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন।
নেতারা বলেন, রাজধানীর গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় আবারও অবৈধ দোকানপাট উচ্ছেদের নামে হকার উচ্ছেদ চলছে, যা মোটেই কাম্য নয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার তার পুলিশ বাহিনীকে দিয়ে মানুষের কোনো প্রকার সুনির্দিষ্ট মতামত না নিয়ে এ ধরনের উদ্যোগ নিতে পারে না।
অবিলম্বে হকারদের ওপর সমস্ত ধরনের হয়রানি বন্ধ করে তাদের ব্যবসায়ের স্থানগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান শ্রমজীবী ও হকার সমিতির নেতারা।
তারা আরও বলেন, আমাদের মতো দেশে যেখানে এমনিতেই কর্মসংস্থানের তীব্র সংকট সেখানে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই উচ্ছেদ এক প্রকার নির্মমতা। কাজেই দীর্ঘমেয়াদি সমাধানের জন্য হকারদের নতুন ব্যবসায় বা কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। অবিলম্বে পুলিশি হামলা, গ্রেফতার বন্ধ করে উচ্ছেদ বন্ধ করতে হবে এবং পুনরায় তাদের ব্যবসা করতে দিতে হবে।