• ঢাকা, বাংলাদেশ

কোয়ালিটি ভালো না হওয়ায় এএসপি এবং উপ-পরিদর্শক বাদ পড়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা 

 admin 
23rd Feb 2025 10:15 pm  |  অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট :প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং উপ-পরিদর্শকদের বাদ পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোয়ালিটি ভালো না হওয়ার কারণে তারা প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেননি বিধায় বাদ পড়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে ভালো না করলে, উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। এখন সবজায়গায় জিপিএ-৫ নিয়ে প্রতিযোগীতা। তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেয়া যাবে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজের এক দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২৫২ জনকে প্রথমে কারণ দর্শাতে বলা হয়। এরপর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

পরের ধাপে নভেম্বর মাসে আরও ৬১ জনকে একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বরখাস্ত করা হয়। গত ১৫ জানুয়ারি এই ব্যাচের ৮০৪ জনের মধ্যে ৪৮০ জন এসআই হিসেবে সমাপনী কুচকাওয়াজ প্যারেডে অংশ নেন।

এদিকে ২৩ ফেব্রুয়ারি ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের তিন দিন আগে গত ২০ ফেব্রুয়ারি ৬ জনকে অব্যাহতি দেয়া হয়। এর আগে এএসপি ও এসআই এই দুই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ প্যারেডের তারিখ কয়েক দফা পেছানো হয়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১