নিজস্ব সংবাদদাতাঃ- ৩ নভেম্বর জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ জেলার বন্দর-মুছাপুর ইউনিয়ন ছাত্রসমাজের কার্যালয় উদ্বোধন করেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,নারায়ণগঞ্জ-৫ আসনের লাঙ্গল প্রতীক প্রার্থী জনাবা পারভীন ওসমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন “একাদশ নির্বাচনে ছাত্রসমাজকেই মাঠপর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রে জোড়ালো ভূমিকা রাখতে হবে। সেই সাপেক্ষে তিনি ছাত্রসমাজ সহ সকল অঙ্গ সংগঠনকে প্রয়োজনীয় সকল ধরনের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এবং লাঙ্গলের পক্ষে জোড়ালো জনমত তৈরিতে গুরত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, যুবসংহতী নেতা শরীফ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রুপু, নগর ছাত্রসমাজের আহবায়ক মোঃ শাহ আলম সবুজ, সদস্য সচিব
ফয়সাল উল্লাহ , মহানগর ছাত্রসমাজের সিনিয়র সদস্য
রবিউল আউয়াল,বন্দর- মুছাপুর ইউনিয়নের স্থানীয় জাতীয় পার্টি, ছাত্রসমাজ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।