নিজস্ব সংবাদদাতা :- মানিকগঞ্জ-৩ (সিংগাইর)আসনে জাতীয় পার্টির যুগ্ম-ছাত্র বিষয়ক সম্পাদক এবং ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরুর তৎপরতায় লাঙ্গলের নির্বাচনী মাঠ জমে উঠেছে।
আসন্ন নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে অত্র আসনের মাঠঘাটে পাড়ামহল্লায় লাঙ্গলের কাণ্ডারি হিসেবে মিরু ব্যতীত অন্যকারো তৎপরতা নেই। লাঙ্গলের পক্ষে মিরুর সমর্থিত কর্মী-সমর্থকদের মাঝেও আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে।
মানিকগঞ্জ-২ আসনে চমক হিসেবে আলোচনায় রয়েছেন জাপার এই রাজপথ কাঁপানো সংগ্রামী সাবেক ছাত্রনেতা মিরু। সুশিক্ষিত, নম্র, ভদ্র এবং মিশুক স্বভাবের কারনে ব্যক্তিগতভাবেই মিরু সবার নিকট আকর্ষণীয়। তাছাড়াও তার তারুন্যের পুরোসময় টাই মেধা এবং শ্রম দিয়ে ছাত্রসমাজের সাথে সফলভাবে কাটিয়ে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এবং সফলভাবে নেতৃত্বদান করেছেন। ছাত্রসমাজের নেতৃত্বে থাকা অবস্থায় সারাদেশ চষে বেড়িয়েছেন। সাবেক সফল ছাত্রনেতা হিসেবে মিরুকে হেভিওয়েট প্রার্থী হিসেবেই গুনছে মানিকগঞ্জ-২ আসনের অন্যসব দলের প্রার্থীগন। এই প্রসঙ্গে মিরু সাহেব বাংলা ভয়েজ’কে ইংগিত করে বলেন” লাঙ্গল প্রতীক পেলে চমক দেখাবো “।ইনশাল্লাহ
মাঠ পর্যায়ের শক্তি প্রদর্শন স্বরুপ অক্টোবরে জাপার মহাসমাবেশে মানিকগঞ্জ-২(সিংগাইর) থেকে প্রায় চার হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে যোগদান করে সবাইকে তাক লাগিয়ে দেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিরু। মিরুর শোডাউন দেখে আশাবাদী অন্যান্য দলের সংসদসদস্য প্রার্থীদেরও একাদশ নির্বাচনে অত্র আসন নিয়ে হতাশ দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে মিরু সাহেব বাংলা ভয়েজ’কে বলেন” রাজনীতির গতিপথ যাইহোক মাঠপর্যায়ে জাপাকে
সতেজ করেছি এবং আমার নিজ জন্মভিটায় জাপাকে টিকিয়ে রাখবো এটাই আমার দৃঢ় প্রত্যাশা এবং এই লক্ষেই কাজ করে যাচ্ছি ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন এই প্রসঙ্গে বলেন জাপার স্বার্থে, এলাকায় জাপার উন্নয়নের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাবেক এই ছাত্রনেতা মিজানুর রহমান মিরুর মূল্যায়নের বিকল্প নেই। পার্টি থেকে মিরু আন্তরিকভাবে মুল্যায়িত হলে আগত ভোটের ফলাফল জাতীয় পার্টির পক্ষেই যাবে।
Array