
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সাংসদ বদি গাড়িতেই ছিলেন। হামলায় তাঁর গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, সাংসদ বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরাগুলি বর্ষণ করে পালিয়ে যায়।বলে এমপি বদি তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। জানা গেছে, সাংসদ বদি দলীয় কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নম্বরের নিজস্ব জিপ গাড়িতে করে উখিয়া থেকে টেকনাফে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর জানান, এ সময় পেছনে অপর আরেকটি গাড়িতে সাংসদ বদির স্ত্রী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীনা আক্তারও ছিলেন।বলে জানা গেছে। সাংসদ বদি টেকনাফের দিকে রওনা হয়েছেন। খবর পেয়ে দলীয় লোকজন ও সাংসদ বদির সমর্থকরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাংসদ আবদুর রহমান বদি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির নেতারা তাঁর গাড়ি লক্ষ্য করে দুই-তিনটি গুলি বর্ষণ করে।
Array