জয়পুরহাটের দুটি আসনের সব কটির মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। এতে একজন বিএনপির ও একজন স্বতন্ত্র নারী প্রার্থীর প্রার্র্থিতা বাতিল হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, যাচাই বাছাইয়ের পর সঠিক তথ্য পাওয়ায় ১৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়েছে।
তবে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও তা এখনো অনুমোদন না হওয়ায় তার প্রার্র্থিতা আপাতত অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে রিট করবেন বলে জানান ফজলুর রহমান।
এছাড়া স্বতন্ত্র নারী প্রার্থী আলেয়া বেগমের মনোনয়নপত্রে বেশ কিছু ভোটারের স্বাক্ষরের অমিল দেখা গেলে তার মনোনয়নও বাতিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, অপর নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মি, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম, ১৬ জন মনোনয়ন প্রত্যাশী, স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।