
বর্তমান দুই সাংসদ নুরুল ইসলাম নাহিদ ও সেলিম উদ্দিনের ভাগ্য নির্ধারণের মধ্য দিয়ে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মহাজোটের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
এর আগে মহাজোটের চারপ্রার্থী ঘোষণা করা হয়। সব জল্পনা-কল্পনা ও শঙ্কা উড়িয়ে সর্বশেষ বুধবার সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ ও শুক্রবার সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন মহাজোটের চূড়ান্ত মনোনয়ন পান। এ দুই হেভিওয়েটপ্রার্থী নিয়ে সিলেটের ৬টি আসনেই মহাজোটের প্রার্থী চূড়ান্ত হলো।
এ দু’জন ছাড়াও মহাজোটের অন্য চারপ্রার্থী হলেন সিলেট-১ আসনে ড. একেএম আবদুল মোমেন, সিলেট-২ আসনে ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট-৩ আসনে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও সিলেট-৪ আসনে ইমরান আহমদ।
এদের মধ্যে সিলেট-২ ও সিলেট-৫ আসনে মহাজোটের প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাপার বর্তমান দুই সাংসদ। অপর চারটিতেই নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীরা।
Array