admin
04th Jul 2019 2:40 pm | অনলাইন সংস্করণ

বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ি থানার পেছনে হানিফ ফ্লাইওভারের উপর এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বারীউল ইসলাম (৩২) কদমতলীর দনিয়ার তিন নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম স্বপন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, পেছন থেকে একটি ট্টাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে পালানোর সময় বারীউলকে চাপা দিয়ে যায়।
“রাত ১২টার দিকে বারীউলকে পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
Array