
করোনা ভাইরাস থেকে রক্ষা পেয়ে নান ওষুধ নিয়ে বিস্তর গবেষণা চলসে সারা বিশ্বে। তবে ইন্দোনেশিয়াতে করোনা থেকে রক্ষা পেতে খোলা মাঠে উদোম হয়ে সূর্যের তাপ নিতে দেখা গেছে অনেক মানুষকে। সামাজিক মাধ্যমের অসমর্থিত সূত্রে জানা যায় সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে। এ তথ্য পেয়ে বিদেশি অনেক পর্যটককেও দেশটির বালি শহরে এ থেরাপি নিতে দেখা গেছে।
তবে মার্কিন এক গবেষণায় সূর্যের আলো দ্রুত ভাইরাসেকে মেরে ফেলেতে পারে বলে দাবি করার পর এ সূর্যের আলো থেরাপি আরও বেশি করে জনপ্রিয়তা পায়। এ গবেষণা এখন পর্যন্ত স্বাধীন কোন গবেষণায় প্রমাণিত না হলেও মার্কিন প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বিষটি নিয়ে আলোচনা করার পর তা আলোচনায় আসে।
ইন্দোনেশিয়ার ইয়োগএকেরতা শহরের ২৭ বছর বয়সি এক নারী থেরেশিয়া বলছিলেন, তিনি সবসময় সূর্যের আরো এরিয়ে চলতেন তবে এখন তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির আশায় নিয়মিত সূর্যের তাপ গ্রহণ করেন।
Array