
ঢাকা, মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ : আগামীকাল বুধবার ৩ নভেম্বর সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মাজার জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় পাটি চেয়ারম্যান এর উপদেষ্টা, জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শোরীফা কাদের এমপি।
আগামীকাল ৩ নভেম্বর সকাল ৬টায় উত্তরার বাসভবন থেকে সড়ক পথে শেরীফা কাদের এমপি রংপুরের উদ্দেশ্যে রওয়ানা করবেন। দুপুর ২টায় রংপুরের পল্লী নিবাসে উপস্থিত হয়ে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মাজার জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। এরপর জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক হিসেবে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে রংপুরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন শেরীফা কাদের এমপি।
৪ নভেম্বর বেলা ৩টায় সড়ক পথে রংপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওয়ানা করবেন। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট জেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন শেরীফা কাদের এমপি। ৮ নভেম্বর সকালে লালমনিরহাট বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার কথা রয়েছে তাঁর।
জাতীয় সংসদ সদস্য হিসেবে এটাই শেরীফা কাদের এমপি’র প্রথম সফর। এই সফরে শেরীফা কাদের এমপির সাথে বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ সফর সঙ্গী থাকছেন
Array