
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল ৪টায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে দুই পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। দুটোই পেস বোলিং বিভাগে।
ব্লেয়ার থিকনার ও জ্যাকব ডাফির পরিবর্তে সুযোগ পেয়েছেন বেন সিয়ার্স ও হামিশ বেনেট। তার মধ্যে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২৩ বছর বয়সী সিয়ার্সের। প্রথম ম্যাচ দাপটের সঙ্গে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
বাংলাদেশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম (অধিনায়ক-উইকেটরক্ষক), হেনরি নিকলস, কোল ম্যাকঞ্চি, ডগ ব্রেসওয়েল, অ্যাজাজ প্যাটেল, হামিশ বেনেট, বেন সিয়ার্স।
Array