admin
12th Mar 2025 10:15 am | অনলাইন সংস্করণ

খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার দোন্নারুম্মার বীরত্বে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে ফাইনালে উঠেছে পিএসজি।
প্রথম লেগে কষ্টার্জিত জয়ের পর অ্যানফিল্ডে পিএসজিকে আতিথ্য দেয় লিভারপুল। কিন্তু এদিন শুরুতেই গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। ম্যাচের ১২ মিনিটে উসমান দেম্বেলের গোলে লিড পিএসজি’র। দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে লুইস এনরিকের দল।
ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত ৩০ মিনিটও থাকে গোলশূন্য। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে দারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট ফিরিয়ে পিএসজি’র জয়ের নায়ক গোলরক্ষক দোন্নারুম্মা। ৩৬ দলের লিগ পর্ব দিয়ে শুরু হওয়া এবারের চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ১৬’য় জায়গা করেছিলো লিভারপুল।
Array