
১৫ই অক্টোবর রোজ মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত জাতীয়পার্টির অভ্যন্তরীণ গনতন্ত্র শীর্ষক কর্মশালা জিইসি ডিআই রিজওনাল অফিসে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, প্রধান অতিথি শেঠ বলেন আজ দেশ নৈতিক স্খলন নিম্ম পর্যায়ে,মানবতা ভুলূন্ঠিত,আজ ক্যাসিনো সম্রাট মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠেছে এ সমাজকে বিনিষ্ট করতে,যুব সমাজ ছাত্রসমাজ আজ নৈতিক অবক্ষয়ের শেষ প্রান্তে যার ধারাবাহিকতায়,দিয়াজ,বিশ্বজিত, বুয়েটের সর্বশেষ আবরার হত্যাকান্ড মানব জাতির বিবেককে তাড়িত করে বিবেকের আয়নায়। তাই আসুন আমরা সাবেক সফল মরহুম এরশাদের আমলের উন্নয়নের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এই গুণেধরা সমাজকে মূল ট্রাকে ফিরে আনতে হলে জাতীয় পার্টি কে ক্ষমতা আসার কোন বিকল্প নেই,আমি প্রত্যাশা করি এই প্রশিক্ষণ দলের নেতা কর্মীদের উজ্জীবিত করবে সুসংগঠিত করতে সহায়ক ভুমিকা রাখবে এই আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি ডিআইকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাছাড়া ছাত্রনেতা মাস্টার ট্রেইনার রাশেদুল হক খোকন কে শিক্ষা সংক্রান্ত সকল
সেমিনার,কম্প্রোজিয়াম,কনফারেন্স,প্রশিক্ষণ বেশি বেশি আয়োজন করে দলকে আরো সুসংহত করার উদ্যোগ নেবার আহবান জানান,এক বক্তৃতায় প্রশিক্ষণ লজিস্টিক সাপোর্ট দিয়ে ডিআই আরো সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে সে প্রত্যাশা পুনঃ ব্যাক্ত করেন। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান,প্রশিক্ষণ প্রদান করেন মাস্টার ট্রেইনার রাশেদুল হক খোকন,উপস্থিত ছিলেন ডিআই কো-অর্ডিনেটর সদরুল সুমন,যুবনেতা কায়ছার হামিদ মুন্না,মহিলা নেত্রী মিশু আক্তার,নিশু আকতার, রুপা বেগম,যুবনেতা মোহাম্মদ শামীম ছাত্রনেতা ওসমান গনি,কিরন মোহাম্মদ ছোটন,শাকিল আহমেদ,সজিব,ছাত্রনেত্রী সাথী আকতার, সামিয়া আয়াত সহ জাতীয় যুবসংহতি,মহিলা পার্টি,জাতীয় ছাত্রসমাজ নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Array